কওমী ওলামারা আছেন বলেই ইসলাম আজ বেচে আছে
![]() |
ফুজায়েল আহমাদ নাজমুল : |
কুখ্যাত নাস্তিক ও মুরতাদ দাউদ হয়দার, তাসলিমা নাসরীন সহ যুগেযুগে যারাই ইসলামের বিরুদ্ধে অবস্তান নিয়েছিল তাদেরকে কওমী ওলামারাই প্রতিহত করেছেন। ফতোয়া বিরোধী রায় বাতিলের দাবীতে কওমী ওলামারা ময়দানে বলিষ্ঠ ভুমিকা রেখেছেন। শাহবাগে গণজাগরণ মঞ্চের নামে নাস্তিকদের যে জাগরণ শুরু হয়েছিল তা প্রতিহত ও প্রতিরোধ একমাত্র কওমী ওলামাদের বলিষ্ঠ আন্দোলনের মাধ্যমেই হয়েছে। গণজাগরণ মঞ্চের নাস্তিকরা বর্তমান সরকারের অত্যন্ত কাছের হওয়ার পরও কওমী ওলামাদের প্রতিরোধের মুখে তারা অনেকেই আজ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কওমী ওলামাদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে আজ সুপ্রীমকোর্ট প্রাঙ্গন থেকে গ্রীক মূর্তি অপসারণ করা হয়েছে। যে সরকারই ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে সরকারের বিরুদ্ধে বরাবরই কওমী ওলামারা শক্ত অবস্থান নিয়েছেন। রাজনৈতিক শত্রু হোক আর মিত্র হোক কাউকে তাঁরা ছাড় দেন নি।
কওমী ওলামাদের বাইরেও আরো ইসলামী সংগঠন রয়েছে যারা যুগযুগ ধরে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছেন। নানান প্রতিকূলতার মধ্যে নিজেদের দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন। দলের জন্য অনেকেই মরছেন আবার অনেকেই জেল খাটছেন। অথচ ইসলামের দুর্দিনে ময়দানে তাঁদের দেখা পাওয়া যায় না। ইসলাম বিদ্ধেষিদের প্রতিরোধে তাঁদের কঠিন কোন কর্মসূচী চোখে পড়ে না।
কুরআনের অবমাননা, রাসুলের (স:) অবমাননা সহ ইসলাম বিরোধী তৎপরতা চলবে আর ইসলাম প্রতিষ্ঠার শ্লোগানধারী সংগঠন শক্ত হাতে দমন করতে এগিয়ে আসবে না, তা হতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে, ইসলাম যে অবস্থানে আছে আগে তা রক্ষা করতে হবে। তাকে রক্ষা করার মধ্যদিয়ে সামনের দিকে এগুতে না পারলে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখা কতটুকু যৌক্তিক সংশ্লিষ্টদের একটু ভেবে দেখার প্রয়োজন।
কওমী ওলামারা নি:স্বার্থভাবে ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। তথাকথিত রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কওমী ওলামারা কখনো কোন আন্দোলন করেন নি এবং কখনো কারো সাথে আতাত করেন নি। তাঁরা ইসলামেরই স্বার্থে কখনো কাউকে শত্রু হিসেবে দুরে সরিয়ে রেখেছেন আবার কাউকে ইসলামের স্বার্থেই মিত্র হিসেবে পাশে রেখেছেন।
কওমী ওলামারা দেশের জন্য বড় এক নিয়ামত। দলমত নির্বিশেষে এ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার্। বিরোধিতা নয়, আন্দোলন সংগ্রামে তাঁদের বেশি করে সহযোগিতা করার দরকার্। মনে রাখবেন, কওমী ওলামারা আছেন বলেই আজ আমাদের দেশে ইসলাম বেচে আছে। নতুবা ইসলামকে দাফন করার জন্য শাহরিয়ার কবির ও জাফর ইকবালরা ইতিমধ্যে সব আয়োজন শেষ করে ফেলত।
কওমী ওলামারা বেচে থাকুন কেয়ামত থক। আপনাদের ত্যাগ ও কুরবানি জাতি ভুলতে পারে না। দেশ, জাতি ও ইসলামের জন্য যা করেছেন সবই ইতিহাসের পাতায় সোনালী হরফে লেখা থাকবে।
লেখক : কলামিস্ট ও গবেষক
আজিজ উল্লাহ আহমদী
No comments