গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আওয়ামী লীগের টিকে থাকার কোনো পথ নেই এমনটা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম-খুন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার।
শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগে একটি কমিউনিটি সেন্টারে আইনশৃঙ্খলা বাহিনীর গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সহায়তা প্রদান ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব বলেন। সামাজিক সংগঠন ‘অর্পণ’র এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বিথিকা বিনতে হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল প্রমুখ।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশে বর্তমানে যে সংকট চলছে তার একমাত্র সমাধান জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ নতজানু পরনির্ভরশীল রাষ্ট্র হয়ে থাকবে এমন মন্তব্য করে তিনি বলেন, এর থেকে পরিত্রাণ পেতে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সূএ:যুবকন্ঠ
No comments