hedar

নীল খামের চিঠি


নীল খামের চিঠিটি এসেছিল সেদিন প্রভাতে সূর্য ফুটার পর,
স্মিত আলো ছড়িয়ে ছিল জড়িয়ে নিকষ আঁধার ।
বেনামি সেই চিঠিটি হাতে এগিয়ে পুকুর পাড়,
চিন্তালগ্ন বদনে বসি বেছে একটা ধার ।কাঁপা হাতে আস্তে আস্তে চিঠি করলাম খামের বার,
অবাক আমি গুটি গুটি হাতে লেখা চিঠিটি প্রিয় তোমার ।
পুলকিত ভয় ভর করে এসে জুড়ে হৃদয় দুয়ার,
অনেক পড়েছি গ্রহন করে লিখা চিঠি প্রস্তাবিত প্রেম আমার ।
অনেক আগে এক বিকেলে সেই বৃক্ষটির ধারে,
মৃদু হাওয়ায় দুলিয়ে দিচ্ছিল নীলাভ তোমার ওড়নারে ।
এলো খোলা তোমার কেশের ঘ্রাণ মুগ্ধ করে আমারে,
আরো কত অবর্ননীয় রুপ জড়িয়ে ছিল তোমারে ।একটি গাঢ় নীল খামে ভরে জানিয়েছিলাম প্রেম আমার,
তারপর কাটিয়েছি অনেক বিনিদ্র রাত অনেক প্রহর ।
এক পক্ষিয় প্রেম পালন করে আশা ছেড়েছি তোমায় পাওয়ার,
হঠাৎ করেই জ্বালালে আলো মুছে মম নিরাশার আঁধার ।
আমি পেয়েছি তোমায় ওগো পেয়েছি প্রেম তোমার,
আজ বিকিয়ে দিব বিশ্ব আমি করে নামটি তোমার ।
শত সুখের ফোয়ারা জাগাব সাজিয়ে হৃদয়টার,
আমি পেয়েছি তোমার প্রেম তাই সব পাওয়া হলো আমার ।

1 comment:

  1. Coin Casino Review - Get a $200 FREE NO DEPOSIT Bonus
    Read our review of Coin Casino and 인카지노 find out which is the best and kadangpintar most up to date casino with free spins, no deposit bonus codes, free games 카지노사이트

    ReplyDelete

Theme images by tjasam. Powered by Blogger.