ইন্টারনেট ছাড়াও চ্যাট করা যাবে এখন
বর্তমানে চ্যাট করতে পছন্দ করে না এমন কাউকেই খুজেঁ পাওয়া মুশকিল।
চ্যাটিং দিনে দিনে একটি গুরুত্বপূর্ন মাধ্যমে পরিনতে হচ্ছে। কারণ,
চ্যাটিংয়ের জন্য অতিরিক্ত খরচ করতে হয় না, এর কোন সীমানা নির্ধারন করা
নেই, ইত্যাদি। কিন্তু, চ্যাট করতে হলে অবশ্যই ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে
হয়। ইন্টারনেট ছাড়াও চ্যাট করা যাবে এখন। এজন্য Fire chat নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপের প্রয়োজন। অ্যাপটির বৈশিষ্ট্য নিম্বরুপ:
১. আশেপাশে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীর সাথে সহজেই সংযুক্ত হওয়া যাবে,
২. কোন মোবাইল কোম্পানী এমনকি ইন্টারনেটেরও প্রয়োজন নেই,
৩. এটি কাজ করবে অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের ২০০ ফুট দুরত্বের মধ্যে,
৪. এটি তেমন ব্যাটারি চার্জও খরচ করে না,
এছাড়াও রয়েছে আরও কিছু ফিচার।
আমাদের পোস্টগুলো ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য নিচের Like বাটনে ক্লিক করুন।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
Download link:https://apkpure.com/firechat/com.opengarden.firechat/download?from=details
Download link:https://apkpure.com/firechat/com.opengarden.firechat/download?from=details
No comments