hedar

OMG: সমুদ্রে ভেসে আসা এই আজব জন্তু আসলে কী?



এই সময় ডিজিটাল ডেস্ক: যেন কোনও সামুদ্রিক দৈত্য। অধিকাংশের দাবি, দৈত্যই বটে। আবার কেউ বলছেন, নীল তিমি। কারোর মতে, জায়ান্ট স্কুইড। ৫০ ফিট (১৫ মিটার) লম্বা ‘দৈত্য’কে নিয়ে জল্পনা কম হচ্ছিল না। অবশেষে ইন্দোনেশিয়ার সেরাম আইল্যান্ডের জলে ভেসে ওঠা প্রাণীর পরিচয় জানা গেল।

বালিন তিমি। তিমি বিশেষজ্ঞরা সোমবার জানিয়েছেন যে প্রাণীটি আসলে একটি বালিন তিনি। হ্যাম্পডেন-সিডনি কলেজের তিমি বিশেষজ্ঞ অ্যালেক্সজান্ডার ওয়ার্থ এবং সমুদ্র বিশেষজ্ঞ জর্জ লেনার্ড এই দাবি করেছেন। ইন্দোনেশিয়ার এই দৈত্যাকার প্রাণীর খবর পাওয়ার পরই পরীক্ষা শুরু করেছিলেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, প্রাণীটির মুখের হাড় পরীক্ষা করেই তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পেরেছেন তাঁরা। প্রসঙ্গত, সেরাম আইল্যান্ডের কাছেই একসময় দেখা যেত বালিন তিমিদের।

সমুদ্রের জলে হাঙর জাতীয় প্রাণীদের বিরুদ্ধে লড়ার জন্য এই তিমিদের মুখে এক বিশেষ ধরনের ধারালো অংশ থাকে। অক্টোপাসদের মধ্যেও এই জাতীয় অংশ দেখা যায়। বিশেষজ্ঞদের মতে, অনেক সময়ই মৃত্যুর পর তিমিদের শরীর কিনারার দিকে ভেসে আসতে দেখা যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। আর ২ টনের ওই প্রাণী দেখে, দৈত্য বলেই রটিয়ে দেন স্থানীয়রা।
          
সূএ:  যুবকন্ঠ টুয়েন্টিফোর ডটকম :

No comments

Theme images by tjasam. Powered by Blogger.