hedar

♥ ♥ নিজ কেন্দ্রিক ভালবাসা ♥ ♥


ভালবাসি নিস্তব্ধতার মাঝে
একাকি মনের সাথে,
বিজন পথে একলা হেঁটে হেঁটে,
আলতো ডাকা পাখির সুরে
মন ভাসিয়ে অনেক দুরে,
মিষ্টি ভাসা ফুলের ঘ্রাণে
 সুর জাগিয়ে আমার প্রাণে,
একলাই পথ চলতে ।
আমি একাকি চলতে ভালবাসি
ভালবাসি চলতে একেলা পথে ।
সাজানো আমার প্রেমের রথে
থাকব শুধু একলা বসে ।
নীল আকাশের পাড় ঘেঁসে
মেঘের সাথে যাব ভেসে ।

পথে যদি বন্ধু সাধে
ফিরিয়ে দিব মিষ্টি হেঁসে ।
হারিয়ে যাব নিজেকে নিয়ে
রক্তিম লালের পানে চেয়ে ।
একাই আমি হারিয়ে যাব
হারিয়ে যাব নিজেকে নিয়ে |
নিজেকে আমি ভালবাসি |
ভালবাসব শুধু এই আমাকেই…

No comments

Theme images by tjasam. Powered by Blogger.