hedar

রাতের তারার সাজঘরে পূর্ণিমা চাঁদ


রাতের তারার সাজঘরে পূর্ণিমা চাঁদ সংগে নিয়ে,
নিস্তব্ধতা আর একাকিত্বের অতলে খুব মিশে
চিন্তা রেখার মাঝ বিন্দুতে বসিয়ে দিব তোমায় |
কাল যদি ফের নবিন ঊষা পূবাকাশে জাগে,
দেখব তোমায় প্রাণ ভরে তারে দেখার আগে,
ভালবাসায় বিগলিত আমি আলতো ছুঁব তোমায় |
ত্যাজদ্বিপ্ত সূরয রশ্মি তাপ ছড়ালে ফের,
শীতল করব তার রাঙ্গা মুখ শুনিয়ে কাব্য প্রেমের,
মেঘকে ডেকে আরজি করব একটু ছায়া দিতে তোমায় |
শুধু এটুক করবে আমার তরে,
তোমার কাছে যাব যখন একটু প্রেমের তরে,
তুমি স্বর্গসুখের প্রেম দিয়ে জড়িয়ে নিয়ো আমায় |

No comments

Theme images by tjasam. Powered by Blogger.