hedar

বিবি হাওয়া (আঃ)


বিবি হাওয়া (আঃ)
বিবি হাওয়া (আঃ) আদি মানব হযরত আদম (আঃ) এর স্ত্রী এবং মানব জাতির মাতা। আল্লাহ্‌ তা’আলা স্বীয় অসীম কুদরতে বিবি হাওয়াকে আদি পিতা আদমের (আঃ) বাম পাঁজরের হাড্ডি হইতে পয়দা করিয়াছেন। অতঃপর উভয়ের মধ্যে বিবাহ-বন্ধনের স্থাপন করিয়াছেন। তাহাদের বাসস্থান হইয়াছিল বেহেস্তের বাগিচা। সেখানে একটি বৃক্ষের ফল আল্লাহ তা’আলা তাহাদের জন্য হারাম করিয়া দিয়াছিলেন। কিন্তু ইবলিসের চক্রান্তে পড়িয়া তাঁহারা উক্ত ফল ভক্ষণ করেন। সঙ্গে সঙ্গে আল্লাহ্‌ তা’আলা তাহাদের ভুলের দরুন এই মরজগতে পাঠাইয়া দেন। এখানে আসিয়া তাঁহারা তাহাদের ভুলের জন্য অনুতপ্ত হইয়া কান্দাকাটি করিতে থাকেন। অবশেষে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (সঃ) এর উছিলা দিয়া আল্লাহ্‌র কাছে ক্ষমা চাহিলে আল্লাহ তা’আলা দয়াপরবশ হইয়া তাহাদিগকে মার্জনা করেন। দুনিয়াতে আসার সময় তাঁহারা একে অপর হইতে নিখোঁজ হইয়া পড়িয়াছিলেন। পুনরায় আল্লাহ্‌র কৃপায় তাঁহারা একত্রে মিলিত হন। ইহার পর তাহাদের ঘরে বহু সংখ্যক সন্তান-সন্ততি জন্ম হয়।
শরীয়তের খেলাফ কোন কাজ হইয়া গেলে সেই ভুলের জন্য অনুতপ্ত হইলে রাসুল পাক (সাঃ) এর উছিলায় আল্লাহ্‌ তা’আলা দয়া করিয়া মাফ করিতে পারেন। এখান হইতে আমরা প্রধানত এই শিক্ষা পাই।[1]
তথ্যসূত্র:   বেহেস্তী জেওর

No comments

Theme images by tjasam. Powered by Blogger.