hedar

বাজারে এলো হাসান আল মাহমুদ সম্পাদিত প্রয়াস ঈদসংখ্যা


সাহিত্য সংস্কৃতি ও প্রগতির লিটল ম্যাগ প্রয়াস এর ঈদুল ফিতর সংখ্যা এখন বাজারে। পত্রিকাটি ঢাকাসহ ‎‎দেশের পত্রিকা স্টলগুলোতে পাওয়া যাচ্ছে। গল্প, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা, ছড়ায়,গদ্যে ঈদের নির্মল আনন্দ ‎বিলিয়ে দিতে দেশের প্রথিতযশা লেখক, সাহিত্যিক, কবি, গল্পকার, উপন্যাসিক, গদ্যকার, প্রবন্ধকার, ‎ছড়াকারের নিখুঁত শব্দ চয়নে প্রয়াস কে একটি সমৃদ্ধ ঈদসংখ্যায় পরিণত করেছে। হাসান আল মাহমুদ এর ‎সম্পাদনায় প্রয়াস এর এই ঈদুল ফিতর-২০১৭ সংখ্যায় ‘ছেলেবেলার ঈদ আনন্দ’ শিরোনামে চমৎকার ঈদ ‎ভাবনা লিখেছেন দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহকারী সম্পাদক, মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব ‎মাওলানা লিয়াকত আলী। ‘ ঈদ মর্ম ও চেতনা’ শিরোনামে প্রচ্ছদ রচনা লিখেছেন কবি ও মুহাদ্দিস ফয়জুল্লাহ ‎আমান। ঈদ সংশ্লিষ্ট বিষয়ে দুইটি কাব্য লিখেছেন কবি হাসান আল মাহমুদ।‘ মাহে রমজান:মুমিনের উত্তম ‎উপহার’ শিরোনামে রমজান নিয়ে একটি তাত্ত্বিক নিবন্ধ লিখেছেন আজিজুল্লাহ কাসেমী। ‘বিশ্ব কবি ‎জালালুদ্দিন রুমি রহ:’ শিরোনামে শ্রদ্ধাঞ্জলি লিখেছেন গদ্যশিল্পী শামসুদ্দীন সাদী। আরবী ভাষার বিখ্যাত ‎গল্পকার আবদুত আবু তাওয়াব এর গল্প থেকে ‘শ্রেষ্ঠ মানব’ শিরোনামে একটি চমৎকার অনুবাদ গল্প লিখেছেন ‎আব্দুল্লাহ আল ফারুক। ইংরেজি ভাষার বিখ্যাত লেখক উইলিয়াম সমারসেট মম এর গল্প থেকে ‘মুক্তি’ ‎শিরোনামে চমৎকার অনুবাদ গল্প লিখেছেন রেজা কারিম। বিখ্যাত লেখক নজির আহমদ আরাকানি এর গল্প ‎‎থেকে অনুবাদ গল্প লিখেছেন আমির সিদ্দীক। ‘আয়োজিত উদযাপন’ শিরোনামে ঈদের মৌলিক গল্প লিখেছেন ‎ওমর আলী আশরাফ। ‘বাকরুদ্ধ ঊষাকাল’ শিরোনামে মৌলিক গল্প লিখেছেন হাসান ইনাম। ‘অদৃশ্য প্রেম’ ‎শিরোনামে মৌলিক গল্প লিখেছেন আমিন হানিফ। ‘সাইমাদের ঈদ’ শিরোনামে মৌলিক গল্প লিখেছেন রুমান ‎হাফিজ। ‘নতুন ভোর’ শিরোনামে মৌলিক গল্প লিখেছেন আহমাদ যুবায়ের। ‘ক্যাসিও ঘড়ি’ শিরোনামে ‎চমৎকার একটি স্মৃতিগদ্য লিখেছেন জনপ্রিয় ঔপন্যাসিক, গদ্যকার রোকন রাইয়ান। ‘বিদায় সন্ধা আসিল ওই’ ‎শিরোনামে গদ্য লিখেছেন মাহফুজ তানিম। ‘ম্যাডাম’ শিরোনামে আকর্ষনীয় একটি সম্পূর্ণ উপন্যাস লিখেছেন ‎শামীম আহমাদ।‘শুদ্ধতা সাহিত্যেল অর্ধেক’ শিরোনামে পাথেয় লিখেছেন আমির জিহাদ। ‘সাতছড়ির গহীন ‎অরণ্যে’ শিরোনামে ভ্রমণকাহিনী লিখেছেন দেলোয়ার শামস। ‘শেখ সাদীর কারিমা: আদর্শ ও শিল্পের সমন্নিত ‎কাব্যগ্রন্থ’ শিরোনামে পাঠম্মোচন লিখেছেন মুঈনুল ইসলাম। কবিতা ও ছড়া লিখেছেন কবি মুহাম্মদ নুরুল ‎হুদা, ছড়াকার কবি আবু সালেহ, কবি অসীম সাহা, ছড়াকার কবি ফারুক নওয়াজ, ছড়াকার লুৎফর রহমান ‎রিটন, কবি মুসা আল হাফিজ, ছড়াকার কবি জগলুল হায়দার, ঔপন্যাসিক, কবি তাহমিনা কোরাইশী, ছড়াশিল্পী ‎কবি সায়ীদ উসমান, কবি সাইফ সিরাজ, ছড়াকার কবি  মানসুর মুজাম্মিল, গল্পকার কবি আমিন আশরাফ, ‎ছড়াকার  ফারহান বিল্লাহ, গল্পকার কবি মুহাম্মদ ফরিদ হাসান, গল্পকার কবি আব্দুল্লাহ আশরাফ, প্রবন্ধকার ‎কবি মিযানুর রহমান জামীল, ছড়াকার
পথিক মুহাম্মদ ইদ্রিস, ছড়াকার ফজলুল হক মিলন, নিবন্ধকার কবি মাহমুদুল হক জালীস, কবি হাসান সিদ্দিক, ‎ছড়াকার মঈন মুসতাকিম , ছড়াকার এইচ এম জাবেদ হোসাইন, ছড়াকার মকবুল হামিদ, ছড়াকার হাসান ‎জুনাঈদ, ছড়াকার সাকিব সাকিন, কবি জসিম মারূফ, কবি নীলা আলম নীল, ছড়াকার সাজ্জাদ হোসেন ‎সাখাওয়াত, কবি মাসুক আহমেদ, কবি  মাহমুদ আরিফ, ছড়াকার  ইব্রাহীম হাসান হৃদয়, কবি মামুনুর রহমান ‎আজাদী, ছড়াকার জাহিদ সজল, ছড়াকার রাফাতুল ইসলাম,  কবি ইদ্রীস আলী  মধু, কবি শান্ত চৌধুরী, কবি ‎রহিম ইবনে বাহাজ, কবি তানভীর আহমদ তাজীন প্রমুখ। ঈদসংখ্যার বিষয়ে প্রয়াস সম্পাদক হাসান আল ‎মাহমুদ বলেন, বরাবরই প্রয়াস এর আভির্ভাব হয়েছে ভিন্ন মাত্রিক ম্যাসেজ দিতে। ‎

No comments

Theme images by tjasam. Powered by Blogger.