যৌবন;মারুফা আক্তার
![]() |
যৌবন মারুফা আক্তার |
মোর মনের বাগিচায়
নব পুষ্প ফুটিলো হায়
বসন্ত যে সর্বদামোর হৃদয় আঙ্গিনায়।
ফাগুনের ও ভ্রমর এসে
খুজে নতুন কলি
কোন ফুলে বসবে সে
ভাবে দিবানিশি।
নব পুষ্প ফুটিলো হায়
বসন্ত যে সর্বদামোর হৃদয় আঙ্গিনায়।
ফাগুনের ও ভ্রমর এসে
খুজে নতুন কলি
কোন ফুলে বসবে সে
ভাবে দিবানিশি।
জানিনা কোন সে বাশি
খনে খনে বাজে
মনে হয় সে এলো
হৃদয়ে মধুরও লগনে।
নতুন অনুভূতি গুলো
দিচ্ছে শুধু উকি
নতুন রঙে সাজলো মন
খুজছে নতুন সাথী।
ছোট ছোট ব্যাথা মনে
মিষ্টি মিষ্টি যন্ত্রনা
ধৈর্যের বাধ যায় ভাঙ্গিয়া
কেউতো তাহা বুঝেনা।
মুখ থেকে নয়কো কথা
ঝরে মুক্তার ঝুড়ি
চঞ্চল চোখের মিষ্টি ভাষা
কয়জনে তা বুঝি।
খনে খনে বাজে
মনে হয় সে এলো
হৃদয়ে মধুরও লগনে।
নতুন অনুভূতি গুলো
দিচ্ছে শুধু উকি
নতুন রঙে সাজলো মন
খুজছে নতুন সাথী।
ছোট ছোট ব্যাথা মনে
মিষ্টি মিষ্টি যন্ত্রনা
ধৈর্যের বাধ যায় ভাঙ্গিয়া
কেউতো তাহা বুঝেনা।
মুখ থেকে নয়কো কথা
ঝরে মুক্তার ঝুড়ি
চঞ্চল চোখের মিষ্টি ভাষা
কয়জনে তা বুঝি।
মুখটি বুজে চুপটি করে
সয়ে যায় সব
এভাবেইতো হয় শুরু
যৌবন এর উৎসব।
সয়ে যায় সব
এভাবেইতো হয় শুরু
যৌবন এর উৎসব।
No comments