সুরক্ষার জন্য পর্দা ।
![]() |
পর্দাবাবাঃ খুব সুন্দর মোবাইল ! কত দিয়ে কিনলে ? |
মেয়েঃ এই তো ৫০,০০০ টাকা দিয়ে ফোন, ১২০০ টাকা দিয়ে কাভার আর ২০০ টাকা দিয়ে স্ক্রিন প্রটেকটর ।
বাবাঃ আচ্ছা তুমি কেন কাভার এবংস্ক্রিন প্রটেকটরটি কিনলে ? তুমি তো চাইলে আরো ১৪০০ টাকা সেইভ করতে পারতে ।
মেয়েঃ বাবা, আমি ৫০,০০০টাকা দিয়ে মোবাইল কিনতে পারলাম, আর এর সুরক্ষার জন্য ১৪০০ টাকা খরচ করতে পারব না ?
বাবাঃ এটা কি অ্যাপল কোম্পানির জন্য অপমান না ? তারা কি যথেষ্ট সুরক্ষার ব্যবস্থা করে ফোনটা তৈরি করেনি ?
মেয়েঃ না বাবা, তারা নিজেরাই পরামর্শ দিয়েছে যেন আমরা স্ক্রিনপ্রটেকটর এবং কাভার ব্যবহার করি এর সুরক্ষার জন্য । আর ফোনটার কোনো ক্ষতি হোক তা আমি চাই না ।
বাবাঃ এটার কারণে কি ফোনটার সৌন্দর্য কমে যাচ্ছে না ?
মেয়েঃ না বাবা, সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে ।
এরপর বাবা তার মেয়ের দিকে তাকালেন এবং ভালোবাসা মাখা একটা হাসি দিয়ে বললেনঃ আমার মেয়ে তুমি জানো আমি তোমাকে অনেক ভালোবাসি । তুমি ফোনটা কিনতে ৫০,০০০ টাকা খরচ করলে এবং আরো ১৪০০ টাকা খরচ করলে এর সুরক্ষার জন্য, খুব ভালো । কিন্তু যিনি তোমাকে খুব সুন্দর করে সৃষ্টি করেছেন এবং তোমাকে নির্দেশও দিয়েছেন তোমার সুরক্ষার জন্য যেন কাভার তথা হিজাব পরিধান কর, তাহলে তোমার কি সেই সৃষ্টিকর্তার কথা শোনা উচিত না ? ফোনটার সুরক্ষার জন্য তুমি কী করলে তার জন্য তোমাকে আখিরাতে প্রশ্ন করা হবেনা, কিন্তু পর্দার জন্য আমাকে এবং তোমাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে ।
No comments