ভালবাসায় ভুল:হাসান মাহমুদ ফারাবি
![]() |
ভালবাসায় ভুল |
ভালবাসায় ভুল
----হাসান মাহমুদ ফারাবি
প্রথম দেখেই তাকে আমার মনের
মনিকোঠায় দিয়েছিলাম স্থান,
কিন্তু সে আমার এই নিখাঁদ ভালবাসার
দিলোনা কোন মান।
একদিন আমি রাগের মাথায় তাকে
বলেছিলাম অনেক কিছু,
সেই থেকে মনে করেছে সে ছেড়ে
দিয়েছি আমি তার পিছু।
ক্ষুদে এই কবিতার মাধ্যমে তাকে
আমি জানিয়ে দিতে চাই,
তাকে ছাড়া আমার আর বেচে
থাকার কোন অবলম্বন নাই।
যতদিন থাকব বেচে ক্ষণিকের
এইনা ভবে,
ততদিন এই মন তাকেই
ভালবেসে যাবে।
No comments